যে ভুলগুলো করলে fiverr account Suspended হয়ে যেতে পারে
আমাদের আজকের এই আর্টিকেলে আমরা জানব কি ভুল করলে আমাদের মূল্যবান fiverr account Suspended হয়ে যেতে পারে । ফাইবার কি ?ফাইবারে কি করা হয় ? আশা করছি এই ব্যাপার গুলো আপনারা ভালোভাবে জানেন। এবং আমি এটা ধরে নিচ্ছি যে আপনারা আপনাদের ফাইবার একাউন্ট কিভাবে সুরক্ষিত রাখা যায় এ ব্যাপারটা নিয়ে চিন্তা করছেন।
এবং এজন্যই এই আর্টিকেলটি পড়া শুরু করেছেন, আশা করছি আমার এই আর্টিকেল আপনাদেরকে নিরাশ করবে না। সুতরাং ধৈর্য ধরে আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন আশা করছি নতুন অনেক কিছু জানতে পারবেন।
চলুন শুরু করা যাক…
একনজরে মূল পয়েন্ট গুলো
Table of Contents
ফাইবারের মতিগতি !
বর্তমান সময়ে অনলাইনে যে সকল মার্কেটপ্লেসগুলো লিড দিচ্ছে এরমধ্যে অন্যতম একটি হলো ফাইবার । ফাইবার বর্তমান মার্কেটপ্লেসগুলোর মধ্যে অন্যতম ইন্টেলিজেন্ট মার্কেটপ্লেস। আপনারা জানেন ফাইবার একটি ইজরাইলি প্রতিষ্ঠান এটা ইহুদিরা পরিচালনা করে। ফাইবার অনেক পুরাতন top-rated সেলারদেরকেও কেউ সাসপেন্ড করতে একটুও দ্বিধাবোধ করে না।
কারণ ফাইবার সবসময়ই তাদের ওয়েবসাইট এবং তাদের ক্লায়েন্টকে বেশি প্রায়োরিটি দেয়। সুতরাং নতুন কেউ সামান্য ভুল করলেই তাকে সাসপেন্ড করে দেবে এতে ফাইবারের কিছু যায় আসে না।
আমরা যারা নতুন ফাইবারে কাজ করার জন্য একাউন্ট ক্রিয়েট করি তারা প্রায়ই সঠিক গাইডনেস এর অভাবে কিছু ভুল করে থাকি যার কারণে প্রথম থেকেই আমাদের ফাইবার একাউন্ট গুলো বিভিন্ন কারণে সঠিকভাবে ক্রিয়েট করা হয় না। এজন্য আমরা অনেক সময় অর্ডার পাইনা বা আমাদের fiverr account Suspended হয়ে যায়।
প্রথমেই আমরা যে ভুলগুলো করি থাকি
ভালোভাবে স্কিল ডেভেলপ না করেই fiverr account খোলা
ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করা যায় ! এরকম একটি চিন্তাভাবনা আমাদের মন-মগজে ঢুকে গেছে। এবং এ জন্য অনেকাংশে আমাদের সিনিয়র ফ্রিল্যান্সাররা দায়ী। কারণ হলো তারা শুধুমাত্র দেখায় যে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। কিন্তু এই ইনকামের পেছনের গল্পটা শেয়ার করে না।
কিন্তু এই ইনকাম একদিনে আসেনি এজন্য তাদের নিয়মিত পরিশ্রম করতে হয়েছে এবং ধৈর্য ধরতে হয়েছে। তো আমরা যারা সাধারন মানুষ আছি তারা মনে করি আরে কম্পিউটারের সামনে বসে বসে মাসে মাসে লাখ টাকা ইনকাম করা যায় তাহলে আমি কেন করছি না।
এটা চিন্তা করি না যে টাকা একজনকে আরেকজন এমনিতেই দেয় না এজন্য প্রচুর পরিশ্রম করতে হয়। সুতরাং আমরা একটা কম্পিউটার কিনে আমি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারব এরকম মানসিকতা থেকে প্রথমেই কিছু মানুষ একাউন্ট খুলে মার্কেটপ্লেসে ঢুকে যায় কিন্তু যখন কোন অর্ডার করে তখন সে কাঙ্খিত কাজটি করতে পারে না।
যখন কোন বায়ার অর্ডার দেয় এবং এরকম একজন ফ্রিল্যান্সার যে কাজ জানে না কিন্তু অ্যাকাউন্ট খুলে বসে আছে। তো সে সঠিক সময় মত ডেলিভারি দিতে পারেনা। এরকম যখন কয়েকবার হয় যে এর বায়ার অর্ডার দিচ্ছে কিন্তু সে সঠিক সময়ে কাজ জমা দিতে পারছে না অর্ডার ক্যানসেল করে দিতে হচ্ছে।
তখন বায়ার রিপোর্ট করেন আর যদি কোন বায়ার কোন সেলারকে রিপোর্ট করে তখন তার fiverr account Suspended হয়ে যাবে কারণ ফাইবার সবসময়ই বায়ারকে প্রায়োরিটি দেয় তাদের কাছে সেলার কিছুই না।
ফাইবার একাউন্ট ক্রিয়েট করার সময় কিছু ভুল
আমরা যখন ফাইবারে একাউন্ট খুলি তখন আমাদের পূর্বপ্রস্তুতি কম মানুষেরই থাকে। যেমন ইউজারনেম কি হবে এটা অবশ্য অনেকাংশে সাইট এর উপর নির্ভর করে তার পরেও আমাদের একটি ইউজারনেম ঠিক করে রাখা উচিত। যেমন আপনি টি-শার্ট ডিজাইন করেন আপনাকে টি-শার্ট ডিজাইন রিলেটেড কোন ইউজার নেম ঠিক করতে হবে।
আপনি যদি লোগো ডিজাইন করেন তাহলে লোগো ডিজাইন রিলেটেড কোন ইউজার নেম আগে থেকে ঠিক করে নিবেন। তারপর আপনি যখন আপনার প্রফাইল ডেসক্রিপশন লিখবেন তখন আপনি যে সার্ভিস দিবেন সেই সার্ভিস রিলেটেড ডেসক্রিপশন তৈরি করবেন। যেন আপনার ফোকাসিং সার্ভিসটি বা ফোকাসিং কী-ওয়ার্ডটি আপনার ডেসক্রিপশনে থাকে।
এখন আমরা দুই-তিন মাস কাজ শিখি মাল্টিপল স্কিল দিয়ে থাকি যেমন লোগো ডিজাইন, টি-শার্ট ডিজাইন, ভিজিটিং কার্ড, ব্রুশিয়ার এরকম আরো অনেক স্কিল সেখানে অ্যাড করি এবং আমাদের আরেকটি টেন্ডেন্সি হলো আমরা অন্যান্য সেলারদের প্রফাইল ডেসক্রিপশন কপি করে চালিয়ে দেই এবং মোটামুটি সাত আট বছরের কাজের অভিজ্ঞতা প্রফাইল ডেসক্রিপশনে উল্লেখ করে থাকি যা একটি মারাত্মক ভুল।
যে আপনার প্রোফাইল ভিজিট করবে সে এটা বুঝা যাবে যে আপনি আট-নয় বছর ধরে ডিজাইন করছেন আর আপনার গেছে ইমেজ ব্যবহার করেছেন সেটা এক নজর দেখলেই বুঝতে পারবে যে আপনি কতটা অভিজ্ঞতাসম্পন্ন। সুতরাং মার্কেটপ্লেস গুলোতে কাজ করতে হলে আপনাকে অবশ্যই সৎ এবং নিষ্ঠাবান থাকতে হবে এখানে ফাঁকি জুকি কোন সুযোগ নাই।
আপনি প্রফাইল ডেসক্রিপশন টা প্রয়োজনে এক সপ্তাহ সময় নিয়ে ভেবে চিন্তে লিখুন যেন আপনার ফোকাসিং কিওয়ার্ডগুলো সেখানে ভালো ভাবে সাজানো-গোছানো থাকে। আপনার স্কিল যেটা আছে সেটাই উল্লেখ করুন বাড়িয়ে কিছু লিখবেন না। আপনি যখন কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে অন্যান্য স্কিল ডেভেলপ করবেন তখন সেগুলো অ্যাড করতে পারবেন প্রফাইল ডেসক্রিপশন এডিট করার সুযোগ আছে।
গিগে যে ভুল গুলো করলে আপনার fiverr account Suspended হয়ে যেতে পারে
ফাইবারে গিগ খুব সেনসিটিভ বিষয় এখানে যদি সামান্য এদিকসেদিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট গেল। আমরা অনেক সময় গিগ তৈরি করতে গিয়ে অন্যান্য ফাইবার সেলারদের গিগের ডেস্ক্রিপশন কপি করি, এটা ফাইবারের চোখে মারাত্মক একটি অপরাধ। যার কারণে আমার একটি fiverr account Suspended হয়ে গেছে।
এজন্যই আমি আপনাদেরকে সতর্ক করছি অন্য কারো গিগের ডেসক্রিপশন এর সামান্য অংশও কপি করবেন না। আপনি গিগ তৈরি করার সময় সম্পূর্ণ কপি মুক্ত থাকুন। নিজের মতো করে যা পারেন তাই লেখেন কোন সমস্যা নাই। একটি প্রপার গিগ কিভাবে তৈরি করবেন এজন্য আমরা খুব শীঘ্রই একটি আর্টিকেল প্রকাশ করব। মূল কথা হলো গিগ তৈরি করার সময় অন্য কোন সেলারের গিগ থেকে কোন অংশ কপি করা যাবে না।
গিগ ইমেজের কারণে হারাতে পারেন আপনার ফাইবার একাউন্ট।
ফাইবারে কাজ করার সময় আপনাকে প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে তা না হলে ফাইবার থেকে ঝরে পড়বেন। ফাইবার একাউন্ট সাসপেন্ড হওয়ার অন্যতম আরেকটি কারণ হল “গিগ ইমেজ” অনেকেই বিভিন্ন সাইট থেকে ইমেজ ডাউনলোড করে কোন রকম এডিটিং করেই সেটা গিয়ে ইমেজ হিসেবে ফাইবারে অ্যাকাউন্টে আপলোড করে দেন।
এটা অনেক রিস্কি একটা বিষয় ইমেজ ব্যবহার করতে পারবেন তবে সেটা ভালোভাবে এডিট করতে হবে এবং এর সব মেটাদাতা আপনাকে পরিবর্তন করে দিতে হবে। একটি ফাইবার গিগ ইমেজ কিভাবে এসইও করতে হয় এ ব্যাপারে আমরা বিস্তারিত একটি আর্টিকেল খুব শীঘ্রই প্রকাশ করব।
যা বলছিলাম আপনি যদি graphic-designer হয়ে থাকেন তাহলে তো স্টক মার্কেট থেকে ডাউনলোড করার প্রয়োজন হবার কথা নয়। আপনি নিজেই গিগ ইমেজ তৈরি করবেন এবং সেটা এমনভাবে তৈরী করবেন যেন মানুষ একনজর দেখলেই সেটাতে ক্লিক করতে আগ্রহী হয়। আবার আমি এটা বলছি না যেন আপনি ক্লিকবেইট ইমেজ তৈরী করবেন।
এমন সার্ভিস এমনভাবে তৈরী করবেন যেন আপনার সার্ভিসটি মানুষ কিনতে আগ্রহী হয় এমন কিছু তথ্য আপনি ইমেজে দিবেন যেন সেটাতে ক্লিক করতে মানুষের উৎসাহী হয়। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আপনি যদি অন্য কারো গিগ ইমেজ হুবহু কপি করেন সে কারণে আপনার ফাইবার একাউন্ট সাসপেন্ড হতে পারে।
হুবহু কপি করা যাবে না একটা গিগ ইমেজ আপনার ভালো লেগেছে আপনি আংশিক সেটার মত করতে পারবেন কিন্তু হুবুহু করলে সেই সেলার আর যদি আপনাকে রিপোর্ট করে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কোমায় চলে যেতে পারে। ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন।
শেয়ারের কারনেও হারাতে পারেন আপনার ফাইবার একাউন্ট
আমরা নতুন যারা ফাইবারে একাউন্ট ক্রিয়েট করি তারা দু-একটি গিগ পাবলিশ করার পর সেগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে শেয়ার করতে থাকি যা স্পামিং এর পর্যায়ে পড়ে।
আর ফাইবার এ জিনিসটা মোটেও পছন্দ করেনা, আপনি যদি স্পামিং করেন এই কারণে আপনার দুইটা ক্ষতি হবে এক হইল আপনি রেঙ্ক হারাবেন আপনার গিগ গুলো কখনো রেঙ্ক করবেনা দ্বিতীয়তঃ আপনি সাসপেন্ড হয়ে যেতে পারেন সোশ্যাল মিডিয়া গুলোতে শেয়ার করার জন্য।
আপনি যখন গিগ পাবলিশ করেন তখন আপনাকে একটি স্পেশাল লিংক প্রদান করা হয় সেটি শেয়ার করতে পারবেন কিন্তু একবারে স্প্যামিংয়ের মত একটির পর একটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন না করলে আপনার একাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। সুতরাং আপনার ফাইবার একাউন্ট নিরাপদ রাখতে হলে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে।
বায়ারের সাথে খারাপ আচরণ
ফাইবারে কাজ করার সময় নিজের মাথা সবসময় ঠান্ডা রাখতে হয়। কারণ এখানে সেলারদের কোনো দাম নেই, বায়ার যা বলবে সেটাই সঠিক। বায়ার আপনাকে এক কাজ অনেক বার করাবে, অনেকবার রিভিশন চাইবে, অন্যায় আবদার করবে, সব আপনাকে করে দিতে হবে।
কোন সময় বায়ারের সাথে খারাপ আচরণ করা যাবে না। এটা দুঃখজনক হলেও সত্য। এটাকে মেনে নিতে হবে কারণ ফাইবার বায়ারকে সবচাইতে বেশি প্রায়োরিটি দেয়। এমনও হয়েছে যে আপনি কাজ ডেলিভারি দিয়েছেন বায়ার খুশি হয়েছে কয়েকদিন পরে এসে সেই কাজ ক্যান্সেল করে দিতে হবে এবং আপনাকে তাই করতে হবে
আপনাকে পুরো টাকা ফেরত দিতে হবে সেটাই করতে হবে। এরকম সময়েও বায়ারের সাথে খারাপ আচরণ করা যাবে না। করলে বায়ার রিপোর্ট করবে আর আপনার একাউন্ট সাসপেন্ড হয়ে যাবে সুতরাং এ বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ।
আমার পরামর্শ
এতক্ষণ যা পড়লেন বিষয়গুলো মাথায় রাখবেন এবং কোন ভুল হলে অনুগ্রহ করে ক্ষমা করবেন। আমার পরামর্শ হলো অনলাইনে কাজ করার সময় অবশ্যই সব সময় সতর্ক থাকতে হবে এবং নিজেকে আগে নিরাপদ রেখে তারপরে কাজ করতে হবে।
আপনার তরফ থেকে যেন কোন ভুল না হয় সেদিকে সব সময় সজাগ দৃষ্টি থাকতে হবে এবং অনলাইন মার্কেটপ্লেসগুলোতে কাজ করতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে।
আমরা যারা নতুন আছি তাদের জন্য এখন কাজ করা বেশ কঠিন কারণ এখন কম্পিটিশন অনেক বেড়ে গেছে। বর্তমান সময়ে কম্পিটিশন অনেক হওয়ার কারণে প্রথম অবস্থায় কাজ পাওয়া বেশ কঠিন তাই আপনি যদি প্রথম অবস্থাতে হোঁচট খান তাহলে পরবর্তীতে টিকে থাকা বেশ কঠিন হয়ে যাবে।
সুতরাং শুরু থেকেই এমন ভাবে শুরু করতে হবে যেন আপনি একটি ভালো অবস্থান তৈরি করতে পারেন। আমাদের এই ওয়েবসাইটে নতুন ফ্রিল্যান্সারদের জন্য সঠিক গাইডেন্স এবং সঠিক তথ্য দিয়ে আর্টিকেল পাবলিশ করা হয় আশাকরি আমাদের এই ওয়েবসাইটে তথ্যগুলো আপনার ফ্রিল্যান্সিংয়ে অনেক সহায়তা করবে।